• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

ভারতে ফের ইলিশ রপ্তানি শুরু 


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৭:৪৭ পিএম
ভারতে ফের ইলিশ রপ্তানি শুরু 

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারো যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ  রপ্তানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ২২ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সময়সীমা ১০ দিন বাড়িয়ে আগামী ৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করায় ইলিশ রপ্তানি শুরু হয় ভারতে।

এর আগে ইলিশের প্রজনন রক্ষায় দীর্ঘ ২২ দিনের জন্য ইলিশ শিকার, পরিবহন ও বিক্রয় বন্ধের নির্দেশনা দেয়া হয়। এর ফলে গত ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ ছিল।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি শাখার উপসচিব তানিয়া ইসলাম সাক্ষরিত একটি চিঠিতে পূনরায় ৫ নভেম্বর পর্যন্ত সময় সীমা বাড়িয়ে ইলিশ রফতানির অনুমতি হয়।

জানা যায়, সরকার ভারতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে এ বছর ৪ হাজার ৬৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। নির্দেশনা ছিল চলতি মাসের ১০ অক্টোবরের মধ্যে রফতানি শেষ করতে হবে। কিন্তু প্রজনন রক্ষায় ইলিশ ধরা বন্ধের নির্দেশনায় হঠাৎ করে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে যায়।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন, ইলিশ রপ্তানির নির্দেশনা চিঠি তারা হাতে পেয়েছেন। অবশিষ্ট ইলিশ রপ্তানি শুরু হয়েছে। এ পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানির হয়েছে সর্বমোট এক হাজার ১৩০ মোট্রিক টন।”

এছাড়া এখনো ৩ হাজার ৫২২ মেট্রিক টন ইলিশ রপ্তানির বাকি রয়েছে। যা আগামী ৫ নভেম্বরের মধ্যে অবশিষ্ট ভারতে রপ্তানি শেষ করা হবে বলে জানিয়েছেন সরকারি এই কর্মকর্তা।

অন্যদিকে দুর্গাপূজায় এ বছর ১১৫ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ভারতে ৪ হাজার ৬৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার ধরা হয়েছে। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এসব চালান রপ্তানি করা হচ্ছে।

Link copied!